Pre Order Consultation |
কাজসমূহ ঃ
1) Acknowledgement Slip পাওয়ার ২৫ থেকে ৩০ দিন ( যদি মেসেজ না আসে ) এর মধ্যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসতে হবে
2) Acknowledgement Slip পাওয়ার ৩ থেকে ৩.৫ মাস এর মধ্যে( যদি মেসেজ না আসে ) ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে আসবেন (গাড়ি সাথে নিয়ে)
3) Acknowledgement Slip এর মেয়াদ উত্তীর্ণ হবার আগে কিছুদিন আগে BRTA গিয়ে ওই স্লিপ জমা দিয়ে Digital Smart Registration Card সংগ্রহ করুন বা স্লিপের মেয়াদ বাড়িয়ে আনুন।
সকল প্রয়োজনীয় কাগজপত্র (NID,TIN,Photo,Tax-token,Fitness,Bank Slip) এর original and photo copy সাথে রাখুন । সকাল ৯.০০ এর দিকে BRTA তে যাবেন।
বি.দ্র. - Loan এর গাড়ির ক্ষেত্রে ৩-৪ মাসের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেট ও Smart Registration Card হয়ে যায় সাধারনত। ফিঙার প্রিন্ট দিতে হয় না।