Maintenance of Car Air Filter

গাড়ির এয়ার ফিল্টার এর রক্ষণাবেক্ষণ

Sunday, 25-July-2021
car air filter maintenance Engine Air Filter Change Good Air filter

ইঞ্জিন এয়ার ফিল্টার কে তুলনা করা হয় গাড়ির ফুসফুসের সাথে যা ক্লিন থাকা খুবই জরুরী। এটি যদি ধুলাবালি ও ময়লাযুক্ত অবস্থায় থাকে তবে ইঞ্জিনে সঠিক মাত্রায় এয়ার ফ্ল ব্যাহত হয়। এতে ফুয়েল ইফিশিএন্সি - থ্রটল রেস্পন্স কমে যায়, আইডলিং এ সমস্যা হয়। 

এটি ক্লিন রাখার জন্য নিম্নের কাজ গুলো করা আবশ্যক -

১) প্রথমত, অরিজিনাল বা একটা ভাল মানের জেনুইন এয়ার ফিল্টার ব্যবহার করতে হবে যা শুধু লং লাস্টিং ই করবে না বরং সঠিক এয়ার ফ্ল ইঞ্জিনে নিশ্চিত করবে 

২) ২০-২৫ দিন পরপর এয়ার ফিল্টার টি এয়ার ফিল্টার বক্স থেকে বের করে নিয়ে চেক করতে হবে যে ময়লা জমেছে কিনা। যদি থাকে তবে তা সাবধানে হাত দিয়ে ঝাড়া দিয়ে ধুলা ফেলে দিতে হবে। লোকাল সার্ভিস সেন্টার বা টায়ার হাওয়া দেয়ার শপ এর এয়ার কম্প্রেসর দিয়ে বাতাস দিয়েও পরিস্কার করা যায়

৩) যদি একেবারে clogged হয়ে যায় / সাদা ফিল্টার ময়লা জমে কাল হয়ে যায় তবে তা চেঞ্জ করে ফেলা উচিত। কিছু কিছু ফিল্টার কাল রঙের ফিল্টার পেপার এর হয়ে থাকে তখন ভাল করে চেক করে দেখতে হবে ফাঁকে ফাঁকে ময়লা জমে গেছে কিনা।

বি. দ্র - বাজে মানের ফিল্টার ভাল ভাবে ফিল্ট্রেশন করতে পারেন না যাতে ময়লা/ ডাস্ট পারটিকেল থ্রটল ভাল্ব এবং ইঞ্জিনে চলে যায়। এয়ার ফিল্টারে যেন কোনও ছেড়া না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

car air filter maintenance Engine Air Filter Change Good Air filter
Call Message Test Drive Direction
Contact
Test Drive
Direction
+88
Loading...