Cabin Air Filter Maintenance

গাড়ির এসি ফিল্টার রক্ষণাবেক্ষণ

Monday, 26-July-2021
Cabin Air Filter Maintenance

গাড়ির একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কেবিন এয়ার ফিল্টার যেটি এসি ফিল্টার নামেই বেশি পরিচিত । এটি গাড়ির ইন্টেরিওর এর এয়ার ফিল্ট্রেশন এর কাজে ব্যবহৃত হয়। এটিতে ময়লা জমে গেলে বা ধুলোবালি পূর্ণ হয়ে গেলে এসি পারফরমেন্স কমে আসে এবং কেবিনে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। 

এটি ক্লিন রাখার জন্য নিম্নের কাজ গুলো করা আবশ্যক -

১) প্রথমত, অরিজিনাল বা একটা ভাল মানের জেনুইন এয়ার ফিল্টার ব্যবহার করতে হবে যা লং লাস্টিং করবে এবং ভালভাবে ডাস্ট ফিল্টার করতে পারে।

২) ২০-২৫ দিন পরপর এসি ফিল্টারটি  এসি ফিল্টার বক্স থেকে বের করে নিয়ে চেক করতে হবে যে ময়লা জমেছে কিনা। যদি থাকে তবে তা সাবধানে হাত দিয়ে ঝাড়া দিয়ে ধুলা ফেলে দিতে হবে। লোকাল সার্ভিস সেন্টার বা টায়ার হাওয়া দেয়ার শপ এর এয়ার কম্প্রেসর দিয়ে বাতাস দিয়েও পরিস্কার করা যায়। এসি ফিল্টার বক্সটি সাধারনত প্যাসেঞ্জার সাইড গ্লাভ বক্স খুলে এক্সেস করতে হয়।

৩) যদি একেবারে clogged হয়ে যায় / সাদা ফিল্টার ময়লা জমে কাল হয়ে যায় তবে তা চেঞ্জ করে ফেলা উচিত। কিছু কিছু ফিল্টার কাল রঙের ফিল্টার পেপার এর হয়ে থাকে তখন ভাল করে চেক করে দেখতে হবে ফাঁকে ফাঁকে ময়লা জমে গেছে কিনা।

৪) এসি প্যানেল এর রিসারকুলেশন অপশন টি সর্বদা বেবহার করা ভাল এতে কেবিনের বাতাসটি নিয়েই ফিল্টার করে এজন্য ফিল্টার বেশিদিন লাস্ট করতে পারে। 

৫) গাড়ির জানালা খুলে না চালানোই ভাল এতে ফিল্টার এ ধুলোবালি কম হবে এবং ইন্টেরিওর ও পরিস্কার থাকবে। গাড়্রির ইন্টেরির সর্বদা পরিস্কার রাখতে হবে। 

বি. দ্র - বাজে মানের ফিল্টার ভাল ভাবে ফিল্ট্রেশন করতে পারেন না যাতে ময়লা/ ডাস্ট পারটিকেল কেবিন ও এসি কম্পনেন্ট এ চলে আসে। এসি ফিল্টারে যেন কোনও ছেড়া না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

Cabin Air Filter Maintenance
Call Message Test Drive Direction
Contact
Test Drive
Direction
+88
Loading...